খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৫ জানুয়ারি, কলকাতা: আরজি কর মামলার ৫ মাস অতিক্রান্ত। মেয়ের খুন ধর্ষণ কাণ্ডের এখনও কিনারা না হওয়ায় এবার তদন্তকারী সংস্থা বদলাতে চেয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ নির্যাতিতার মা-বাবা। তাঁদের অভিযোগ, সঠিক পথে হচ্ছে না তদন্ত। ঘটনার সঙ্গে জড়িত আরও অনেকে।নির্যাতিতার বাবা-মায়ের হয়ে মামলা লড়বেন আইনজীবী করুণা নন্দী।
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগের প্রতিবাদে ফুঁসে উঠেছিল গোটা বাংলা। তবে তিনমাসের মাথায় এই ঘটনায় জামিন পেয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। কারণ হিসেবে জানা গিয়েছে, চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। এর পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
আরজি করের নির্যাতিতার পরিবারের দাবি, তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। আদালত আর হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তাঁদের স্পষ্ট কথা, সঞ্জয় দোষী তাতে সন্দেহ নেই। কিন্তু এই ঘটনায় আরও অনেকে যুক্ত আছেন, যাদের ধরা হচ্ছে না!
বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করে নির্যাতিতার বাবা-মার আশঙ্কা, সিবিআইও বিষয়টি এড়িয়ে যাচ্ছে।এবার তদন্তকারী সংস্থা বদলাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবার। এখন দেখার, সুপ্রিমকোর্টে তাঁদের আবেদন গৃহীত হয় কিনা। মেয়ের খুনের তদন্ত নতুন করে শুরু করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই আর্জি অবশ্য এখনও গৃহীত হয়নি।