অসুস্হ বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে ঋতুপর্ণা সেনগুপ্ত

45

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অগাস্ট, কলকাতাঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ মঙ্গলবার বেলা 12:45 মিনিট নাগাদ আলিপুরের বেসরকারি হাসপাতালে আসেন অভিনেত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আশাকরি ভালো হয়ে যাবেন। আমি খুব শ্রদ্ধা করি ওঁকে। ভগবানের কাছে প্রার্থনা করি, দ্রুত সুস্থ হয়ে উঠুন। উনি খুব ভালো মানুষ। আমার বিয়েতেও এসেছিলেন। বাকি চিকিৎসা সংক্রান্ত বিষয়টা চিকিৎসকরাই বলতে পারবেন। উনি সেরা চিকিৎসা পাচ্ছেন।”

অভিনেত্রী আরও বলেন, ‘কয়েকদিন ধরেই মনটা খারাপ লাগছিল। উনি (বুদ্ধদেব ভট্টাচার্য) খুব অসুস্থ শুনেছিলাম। ওনাকে দেখতে যাব যাব করে আর যাওয়া হয়ে ওঠেনি। টানা দু’মাস ট্রাভেলিং করছিলাম।শুটিং ছিল। কলকাতায় এসে শুনলাম উনি অসুস্থ, তাই শুটিংয়ে যাওয়ার আগে দেখা করে গেলাম।’

সোমবারই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে ভেন্টিলেশন থেকে বার করা হয়। তারপর শুধু বাইপ্যাপ সাপোর্টের উপর আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, আপাতত ঠিক হয়েছে, ৫-৬ ঘণ্টা বাইপ্যাপ চলার পর কিছুক্ষণ বিশ্রাম দিয়ে ফের চালানো হবে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংক্রমণ এখন অনেকটা নিয়ন্ত্রণে। অ্যান্টিবায়োটিক চলছে। ১-২ লিটার, অর্থাৎ ন্যূনতম অক্সিজেন সাপোর্ট লাগছে। তবে এখনও রাইলস টিউব দিয়ে তরল খাবারই খাওয়ানো হচ্ছে বুদ্ধবাবুকে। যদিও তাতে আপত্তি জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।