খবরিয়া নিউজ ডেস্ক, ২২শে জুন, মালদা: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের আহত হয়েছেন আরো একজন। বুধবার গভীর রাতে মালদা জেলার পুরাতন মালদা থানার নারায়নপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চালকের নাম রাশেদ শেখ (৩৭)। বাড়ি সামসেরগঞ্জ থানার হাসুল নগর এলাকায়। আহত হয়েছেন গাড়ির খালাসি সেরাজুল শেখ (৩০)। বাড়ি পাকুর এলাকায়। পুলিশ জানিয়েছে, গাড়িতে পাথর নিয়ে বীরভূমের রাজ গ্রাম থেকে কাটিহার যাওয়ার পথেই গভীর রাতে পুরাতন মালদা থানার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে গিয়ে ধাক্কা মারে পাথরবোঝাই লরিটি। ঘটনায় গুরুতর আহত হন দুইজন। তড়িঘড়ি উদ্ধার করে রাতে দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় রাশেদ শেখের। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালাসি সেরাজুল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা এলাকায়।