খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ অগাস্ট, কলকাতাঃ স্কুলে যাওয়ার সময় লরির ধাক্কায় পড়ুয়ার মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র বেহালা। মৃতদেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের ভ্যানে। বেশ কয়েকটি সরকারি বাসও ভাঙচুর করা হয়েছে। স্থানীয়দের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়েছে ডায়মন্ড হারবার রোড ও জেমস লং সরণী।
মৃত ছাত্রের নাম সৌরনীল সরকার। জানা গিয়েছে এদিন বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল বাবা সরোজ সরকারের সঙ্গে স্কুলে যাচ্ছিল। বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশনের কাছে রাস্তা পার হওয়ার সময় উলটো দিক থেকে আসা দ্রুতগতির লরি পিষে দেয় বাবা ও ছেলেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরনীলের।
সরোজবাবুকেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। খুদের দেহ আটকে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশ এবং আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বেহালা চৌরাস্তা সংলগ্ন রাস্তা।
আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। রাস্তায় আটকে প্রচুর যানবাহন। চরম দুর্ভোগের মুখে পড়েন নিত্যযাত্রীরা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে নামানো হয় বিশাল পুলিশবাহিনী। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকল বাহিনীও। এরপর উত্তেজিত জনতাকে পিছু হঠাতে টিয়ার গ্যাসের সেল ছোঁড়ে পুলিশ, লাঠিচার্জও করা হয়। জখম হন এক মহিলা।