খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ জুলাই: গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার। মঙ্গলবার রাতে মিরাটে একটি ট্রাক ধাক্কা মারে তাঁর গাড়িতে। সেই সময় গাড়িতে প্রবীণের সঙ্গে ছিলেন তাঁর ছেলে।
ঘটনাটি ঘটেছে মিরাটের পুলিশ কমিশনারের বাংলোর কাছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুতগতিতে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে প্রবীণের গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়। তাঁরাই প্রবীণ ও তাঁর ছেলেকে গাড়ি থেকে বার করেন। যদিও তাঁদের বিশেষ কোনও আঘাত লাগেনি। স্থানীয় বাসিন্দারাই প্রথমে ট্রাকচালককে ধরেন। পরে সেখানে পুলিশ এসে পৌঁছলে পুলিশের হাতে ট্রাকচালককে তাঁরা তুলে দেন। ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্হল থেকে প্রবীণ ও তাঁর ছেলে মিরাপদে বাড়ি পৌঁছে গিয়েছেন।