দিনহাটা কলেজে বহিরাগতদের উপদ্রব, নিরাপত্তাহীনতায় ভুগছেন অধ্যাপকরা, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ

0
36

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুলাই, তুফানগঞ্জ: কলেজ চত্বরে বহিরাগতদের দাপাদাপির প্রতিবাদে দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করলেন দিনহাটা কলেজের অধ্যাপকরা। বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ নাগাদ অবরোধে সামিল হন তাঁরা। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে পৌঁছে তাঁদের সঙ্গে কথা বলে পরিস্হিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। এখনও চলছে অবরোধ।

অভিযোগ, বহিরাগতরা কলেজের ভিতরে ঢুকে ঝামেলা করেছে, অসভ্য ভাষায় গালিগালাজ করেছে, এমনকি ভেঙে দেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরাও। তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন অধ্যাপকরা। নিজেদের নিরাপত্তার দাবিতে আজকে পথ অবরোধে বসেছেন তাঁরা।

অধ্যাপকদের বক্তব্য, পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীদের নকল সরবরাহ করছে বহিরাগতরা। বাধা দিতে গেলে তেড়ে আসা এমনকি দু-একজন অধ্যাপককে মারধর করারও অভিযোগ উঠেছে হয়েছে। গতকাল এক অধ্যাপকের ওপর চড়াও হয় তারা।

এরপর আজ পুলিশি নিরাপত্তায় পরীক্ষা হওয়ায় নকল সরবরাহ করতে না পেরে পরীক্ষা শেষে প্রিন্সিপালের ঘরে গিয়ে হুমকি ও গালিগালাজ করতে থাকে তাঁরা। তাই নিরাপত্তার দাবিতে ও বহিরাগতদের দাপাদাপি ঠেকাতে পদক্ষেপের আর্জি নিয়ে এদিন কলেজের মূল গেটের সামনে রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here