খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ জুলাই, মালদা: একদিকে ২১ শে জুলাই, অন্যদিকে বিজেপির বিডিও অফিস ঘেরাও এরই মাঝে অরাজনৈতিক ভাবে বিক্ষোভ, রাস্তা অবরোধ সাধারণ মানুষের। টানা লোডশেডিং, বিদ্যুৎ এর বেহাল অবস্থা নিয়ে নাজেহাল মানুষ এবার পথে নেমে শুরু করল বিক্ষোভ।
নালাগোলা রাজ্য সড়ক অবরোধ হবিবপুরে কেন্দপুকুর এলাকায়। একইসাথে হবিবপুরের বুলবুলচন্ডিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। প্রায় তিন থেকে চার দিন ধরে সন্ধ্যায় পর বিদ্যুৎ চলে গেলে আর আসে না।
তীব্র গরমে অতিষ্ঠ সকলে। সমস্যা পানীয় জলের। বিদুৎ না থাকায় পিএইচই র জলও আসে না। এতেই নাজেহাল মানুষ বিক্ষোভে সামিল হন। সামাল দিতে নামে পুলিশ।