খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুন, তুফানগঞ্জ: তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারের ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। হরিরহাট দাসপাড়া এলাকার ঘটনা। প্রতিবাদে, পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা। স্থানীয় সূত্রে খবর গতকাল গভীর রাতের এই ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই কার্যত চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন সকাল ১১ টা থেকে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলে এই পথ অবরোধ। স্হানীয় তৃণমূল নেতা পরেশ মণ্ডল জানান, দোষীদের গ্রেপ্তারের দাবিতে অবরোধে সামিল হয়েছেন তাঁরা।
তৃণমূলের প্রচারের ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ, প্রতিবাদে অবরোধ
Date:
Share post: