খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুন, শিলিগুড়ি: মাটিগাড়ার একটি গাড়ির শোরুমে ডাকাতির ঘটনা ঘটলো। সেখানকার নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে প্রায় ২৪লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার ভোরের ঘটনা। ওই শোরুমের নিরাপত্তারক্ষীরা জানান, এদিন ভোরে ৬/৭ জনের একটি ডাকাত দল আসে এবং তাঁদের বেঁধে রেখে শো-রুমের ভিতরে ঢুকে লকার সমেত ২৩ লক্ষ ৮২ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ডাকাত দলটি। ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।