খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ জুন, মালদা: পঞ্চায়েত নির্বাচনে কে সামনে রেখে ইতিমধ্যে মালদা জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রিয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে আসবে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই মালদার বিশেষ স্পর্শকাতর এলাকাগুলোতে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার সকালে সেই ছবি দেখা গেল মালদার ইংরেজ বাজার থানার সাতটারি গ্রামে।
জানা গেছে বিগত কয়েকদিন আগেই সাতটারি গ্রামে ভোট প্রচারকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এরপরই থমথমে সেই এলাকায় দফায় দফায় রুট মার্চ চালায় ইংরেজবাজার থানার পুলিশ। আর এবারে জেলায় কেন্দ্রীয় বাহিনী আসায় প্রথম দিনেই ইংরেজ বাজারের সাতটারি এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। এদিন কেন্দ্রীয় বাহিনীর সাথে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার থানার অন্তর্গত মিল্কি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক সহ জওয়ানরা।