খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ জুলাই, শিলিগুড়ি: বেঙ্গল সাফারি পার্কে ফের খুশির খবর। মা হল সাদা বাঘ কিকা। গত ১২ জুলাই দুটি শাবকের জন্ম দিয়েছে শীলার সন্তান কিকা। তার মধ্যে একটি মৃত ও একটি শাবক জীবিত রয়েছে। তাদেরকে ২৪ ঘন্টা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
রবিবার রাতে, পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় কিকা ও তার শাবকের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। বর্তমানে দুজনকে নাইট শেল্টারে রাখা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের ওপর ২৪ ঘন্টা নজরদাড়ি চলছে। তিনমাস তারা নাইট শেল্টারেই থাকবে। তবে এখনও কিকার সন্তানের লিঙ্গ নির্ধারণ করা যায়নি। আগামী তিনমাস মা ও শাবককে পর্যটকদের থেকে দূরে রাখা হবে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।