খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ জুলাই, কলকাতা: পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ত। তাই আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দিচ্ছেন না সায়নী ঘোষ। ই-মেল করে সে কথা জানিয়ে দিলেন যুব তৃণমূলের সভানেত্রী। ১১ জুলাইয়ের পর যে কোনও দিন ডাকলে তিনি যাবেন বলে মেল করে জানিয়েছেন যুবনেত্রী। পাশাপাশি, এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও এই বিষয়টি জানান। কুণাল বলেন, ‘পঞ্চায়েত ভোটের প্রচারে আজ গলসিতে যাবেন সায়নী। ইডিকে চিঠি দিয়ে তিনি বিষয়টি জানিয়েছেন। ইডির দাবিমতো ৫৩০ পাতার নথি পাঠিয়েছেন সায়নী। ভোটের পর এজেন্সি ডাকলেই তিনি যাবেন বলে জানিয়েছেন।’
নিয়োগ দুর্নীতি মামলায় গত শুক্রবার সায়নীকে প্রায় ১১ ঘণ্টা জেরা করেছিলেন ইডির কর্তারা। ফের তাঁকে তলব করা হয়েছিল ৫ জুলাই। সেসময় অবশ্য সায়নী জানিয়েছিলেন, এক বার কেন, তদন্তের স্বার্থে তাঁকে যতবার ডাকা হবে, তিনি তদন্তকারীদের মুখোমুখি হবেন।
বুধবার ফের তাঁকে আরও কিছু নথিপত্র নিয়ে তলব করা হয়। তাই এদিন সকাল থেকেই নজর ছিল সিজিও কমপ্লেক্সের দিকে। আদৌ তিনি হাজিরা দেন নাকি অন্য কোনও সিদ্ধান্ত নেন, সেই নিয়ে জোড়ালো হচ্ছিল জল্পনা। তবে শেষমেশ জানা যায়, তিনি আজ হাজিরা দিচ্ছেন না।