খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ জুলাই, কলকাতা: ইডির হাজিরা এড়িয়ে বুধবার বর্ধমান জেলার গলসিতে নির্বাচনী প্রচার অংশ নিতে দেখা গেল তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে। প্রচার চলাকালীন সায়নী জানান, তাঁর কাছে যে নথি চাওয়া হয়েছিল সেই নথি তিনি ইডিকে পাঠিয়ে দিয়েছেন। প্রয়োজনে ভার্চুয়ালিও জেরায় যোগ দিতে প্রস্তুত আছেন তিনি।
এদিন দ্বিতীয়বারের জন্য সায়নীর হাজির দেওয়ার কথা ছিল সিজিও কমপ্লেক্সে। তবে ইডি দপ্তরে জানিয়ে দেন যে, প্রচারে ব্যস্ত থাকায় তিনি হাজিরা দিতে পারবেন না। গলসি থেকে এদিন সায়নী ঘোষ বলেন, “ভোটের আর দুদিন বাকি। যুব সভানেত্রী হিসেবে আমার একটা দায়িত্ব থেকেই যায়। আমি সমস্ত নথি পাঠিয়েছি। ইডিকে বলা আছে, ভার্চুয়ালি যদি প্রয়োজন পরে আমি অবশ্যই সহযোগিতা করব। ১১ তারিখ অর্থাৎ ফল প্রকাশের পর যতবার ডাকা হবে সশরীরে হাজিরা দেব।”