কোচবিহার এমজেএন হাসপাতাল পরিদর্শনে করলেন সদর মহকুমা শাসক কুণাল ব্যানার্জী ও ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস

44

কোচবিহার, ৩ অক্টোবরঃ আর জি কর কান্ডের পর রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর হচ্ছে। সেই অনুযায়ী, রোগী, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা মাথায় কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিদর্শনে করলেন সদর মহকুমা শাসক কুণাল ব্যানার্জী ও ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস। এদিন এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে এমএসভিপি সৌরদীপ রায়কে সঙ্গে নিয়ে বৈঠক করেন। পরবর্তীতে বৈঠক শেষে কোচবিহার সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি ও ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস  হাসপাতালে এমএসভিপি সৌরদীপ রায় ও হাসপাতালে বিভিন্ন আধিকারিকদের সাথে নিয়ে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি।

এদিন কোচবিহার সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রোগী, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে হাসপাতালে আরো নতুন করে ১৪০টি সিসিটিভি বাড়ানো হচ্ছে। পাশাপাশি হাসপাতালের ভেতরে কারা আসছে, কারা যাচ্ছে সেই সব বিষয়ে নজরদারি বাড়ানোর জন্য তাদের এই পরিদর্শন বলে জানান তিনি।

এবিষয়ে এমএসভিপি সৌরদীপ রায় জানান, আজ সদর মহকুমা শাসক ও ডিএসপি হেডকোয়ার্টার এসেছিলেন। তাদের সাথে আলোচনা করে আমরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করলাম। পাশাপাশি যে সমস্ত এলাকায় ওয়াস রুম, চিকিৎসকদের বসানোর জায়গা, সিসিটিভি ক্যামেরা লাগানো জায়গা চিহ্নিত করা হয়েছে আগেই। তারপর আরও কোথাও কোন কিছু লাগবে কি না সে বিষয়ে আজ আমরা পরিদর্শন করলাম।

পাশাপাশি তিনি আরও জানান, হাসপাতালের বিভিন্ন জায়গায় ঝুল লেগে রয়েছে। সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। তা দ্রুত করার চেষ্টা আমরা করছি।