খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৬ জানুয়ারি, মুম্বই: গভীর রাতে অভিনেতা সইফ আলি খানের উপর হামলা। বাড়িতে ঢুকে অভিনেতাকে ছুরি দিয়ে কোপাল দুষ্কৃতী। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সইফ। তবে তিনি আপাতত বিপদমুক্ত বলেই খবর।সূত্রের খবর, বুধবার মধ্যরাতে সইফের বান্দ্রার বাড়িতে দুষ্কৃতী ঢুকে পড়ে। মনে করা হচ্ছে চুরির উদ্দেশেই সইফের বাড়িতে ঢোকে ওই দুষ্কৃতী।
বাড়িতে দুষ্কৃতী ঢোকার পরেই পরিচারকেরা চিৎকার শুরু করেন। সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা। চিৎকার শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। তিনি দুষ্কৃতীকে বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির মধ্যেই একাধিকবার সইফকে আঘাত করে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসারত।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাকাতির উদ্দেশে অভিনেতার বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতী। তবে নিছকই চুরি নাকি এই হামলার নেপথ্যে অন্য কোনও কারণ আছে, খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। মুম্বইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন সইফ। এই আবাসনেই অভিনেতার সঙ্গে থাকেন তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কপূর। সইফদের সঙ্গে থাকেন তাঁর দুই শিশুসন্তান, আট বছরের তৈমুর এবং চার বছরের জেহ।
তবে ঘটনার সময় করিনা বাড়িতে ছিলেন কি না, তা স্পষ্ট নয়। কারণ এই ঘটনার কিছু ক্ষণ আগেই বোন করিশ্মা কপূর এবং দুই বন্ধু সোনম কপূর, রিয়া কপূরের সঙ্গে ‘পার্টি’ করার ছবি দিয়েছিলেন করিনা। এই এই প্রসঙ্গে মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, “এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।”