বিধ্বংসী আগুন নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্রে, নিখোঁজ নাবিক 

133

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ জুলাই, মুম্বই: নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্রে বিধ্বংসী আগুন। জানা গিয়েছে মুম্বই ডক ইয়ার্ডে জাহাজে চলছিল রক্ষণাবেক্ষণে কাজ। সেই রক্ষণাবেক্ষণের কাজের সময়ই আইএনএস বহ্মপুত্রে আগুন লাগে। যার জেরে ওই যুদ্ধজাহাজের একাংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

এদিকে, নিখোঁজ এক জুনিয়ার নাবিক।আগুন লাগার পর আশেপাশের অন্যান্য জাহাজকর্মীদের পাশাপাশি দমকল বিভাগের দীর্ঘ চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে সোমবার সকালে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি। এর পর দুপুরের দিকে দেখা যায় জাহাজটি একদিকে ঝুঁকতে শুরু করেছে।

সময়ের সঙ্গে সঙ্গে তা আরও ঝুঁকে পড়ে। বর্তমানে বিপজ্জনক অবস্থায় একদিকে ঝুলে রয়েছে জাহাজটি।কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল? এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কীনা তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় নৌসেনা। প্রসঙ্গত, কলকাতার গার্ডেনরিচে প্রতিরক্ষা মন্ত্রকের ‘গার্ডেনরিচ শিপবিল্ডার্স’ তৈরি করেছিল এই যুদ্ধজাহাজ।

প্রায় দুই দশক পার করে ফেলেছে সে। ২০০০ সালের ১৪ এপ্রিল বাহিনীতে প্রবেশ করে ব্রহ্মপুত্র।সমুদ্রে থাকলে ব্রহ্মপুত্রের পরিচালনায় মোট ৪০ জন অফিসার এবং ৩৩০ জন নাবিককে দরকার পড়ে। ক্ষেপণাস্ত্র ছাড়াও বিমান বিনাশী বন্দুক, টর্পেডো লঞ্চার ও আরও নানা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত রাখা হয় সেটিকে। মজুত থাকে নৌবাহিনীর চেতক হেলিকপ্টারের একটি বাহিনী।