খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুন, কলকাতা: ২০২২ সালে প্রয়াত হয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। মৃত্যুর মাত্র দেড় বছরের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেল তার বাড়ি। দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সের পোস্ট অফিসের গলিতে ঢুকলেই চোখে পড়ত এই বাড়ি। এখন সেখানে গেলেই চোখে পড়বে ভাঙার প্রক্রিয়া চলছে। সেই ছবি দেখে মন খারাপ অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভাঙা বাড়ির ছবি।
লেক গার্ডেন্সের পোস্ট অফিসের গলিটা অনেকেই চেনেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ির গলি বলেই। সেই গলিতেই ছিল ডি/১৬১ নম্বরের বাড়িটা। সেই বাড়ি ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামী গীতিকার-সুরকার শ্যামল গুপ্তর বাড়ি। তাই বাড়ির বাইরে নামফলকে লেখা ছিল ‘এস. গুপ্ত’।
সেখানে এখন কোনও বাড়ি নেই। ছড়িয়ে ছিটিয়ে আছে সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্যামল গুপ্তর স্মৃতি বিজড়িত সামগ্রী। সেইসব ছবিই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ক্ষোভ উগরে দিচ্ছেন এমন ছবি দেখে। জানা গেছে, এই বাড়ি ভেঙে তৈরি হবে বহুতল। প্রোমোটাররা কিনে নিয়েছেন সেই জায়গা। সন্ধ্যা-শ্যামলের কন্যা সৌমী প্রোমোটারদের বাড়ি বিক্রি করে দিয়েছেন।