থাইল্যান্ডে শুটিং চলাকালীন বিপত্তি, রক্তাক্ত হলেন সঞ্জয় দত্ত

0
23

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ অগাস্ট, মুম্বইঃ থাইল্যান্ডে নতুন ছবির অ্যাকশন দৃশ্যে শুট করতে গিয়ে চোট পেলেন সঞ্জয় দত্ত। আহত হয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হল অভিনেতাকে। জানা গিয়েছে, অভিনেতার চোট লেগেছে মাথায়। বেশ কয়েকটা সেলাই পড়েছে।

সম্প্রতি থাইল্যান্ডে ‘ডাবল ইস্মার্ট’-এর শুটিং শুরু করেছিলেন সঞ্জয় দত্ত। যে ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন দক্ষিণী তারকা রাম পোথিনেনি। পরিচালক জগন্নাথ পুরী। চলতি বছর জুলাই মাসেই ‘ডাবল ইস্মার্ট’-এর লুক প্রকাশ্যে নিয়ে এসেছিলেন সঞ্জয় দত্ত। এবার সেই সিনেমার অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়েই আহত হলেন সঞ্জয় দত্ত।

সূত্রের খবর, ‘ডাবল ইস্মার্ট’-এর অ্যাকশন দৃশ্যে তরবারি যুদ্ধের দৃশ্যের শুট চলছিল। সেখানেই আচমকা চোট পান মাথায়। এরপর রক্তাক্ত অবস্থাতেই তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয় সঞ্জয় দত্তকে। বেশ কয়েকটা সেলাই পড়ে তাঁর মাথায়। তবে অভিনেতা নাকি কোনও ছুটি নেননি। প্রাথমিক চিকিৎসার পর আবার তিনি শুটিং ফ্লোরে ফিরেছেন।

সব ঠিক থাকলে ২০২৪ সালের মার্চ মাসে মুক্তি পাবে ‘ডাবল ইস্মার্ট’। পরপর আরও দুটি বিগ বাজেট সিনেমা- ‘লিও’, ‘ওয়েলকাম ৩’ রয়েছে বলিউড অভিনেতার হাতে। এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-তে কাজ করেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছবি ‘কেডি’-তেও খলনায়কের চরিত্রেই দেখা যেতে চলেছে সঞ্জুবাবাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here