খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ২০ জানুয়ারি, কলকাতা: আরজি কর কাণ্ডে শনিবারই দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়। আজ তার সাজা শোনানো হবে। এর আগে রবিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে নাকি ক্যারম খেলে সঞ্জয়। এদিকে সংশোধনাগারের ভিতরে নিজের মতো ঘুরে বেড়িয়েছে সে। এর আগে অবশ্য গত ১৮ জানুয়ারির রায়ের পর সেই রাতে কিছু খায়নি সঞ্জয়।
তবে গতকাল সে ডিনার করেছে।এদিন শিয়ালদা আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাস বসবে বেলা সাড়ে ১২টায়। প্রথমে সঞ্জয় এবং তাঁর আইনজীবীর কথা শুনবেন বিচারক। শোনা হবে নির্যাতিতার পরিবারের বক্তব্যও। দুপুরে শাস্তি ঘোষণা করা হবে।
শনিবারই আরজি কর মামলায় ধৃত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আদালত। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁর অপরাধ প্রমাণিত। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু) এবং ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। সঞ্জয়কে আদালত দোষী সাব্যস্ত করার পর থেকে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। কী শাস্তি দেওয়া হবে তাঁকে?
শনিবারই আদালত জানিয়ে দিয়েছিল, তাঁর অপরাধ প্রমাণিত। এতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত তাঁকে দেওয়া হতে পারে। ২০২৪ সালের ৯ অগাস্ট আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য তথা দেশ। আন্দোলন শুধু দেশের মাটিতেই নয়, ছড়িয়ে পড়েছিল বিশ্বে। সেই ঘটনার ৫ মাস পার। এদিন সাজা ঘোষণা করবে আদালত।