খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১১ জানুয়ারি, মুম্বই:
২০১৩ সালে মুক্তি পেয়েছিল মোহিত সুরি পরিচালিত ছবি ‘আশিকি ২’। বছর দশেক পরে ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি নিয়ে শুরু হয়েছে চর্চা। ‘আশিকি ৩’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা কার্তিক আরিয়ানকে। বিপরীতে থাকার কথা ছিল তৃপ্তি দিমরির। কিন্তু জোর খবর, অনুরাগ বসু পরিচালিত ‘আশিকি ৩’ থেকে বাদ পড়েছেন অভিনেত্রী!
নির্মাতাদের নাকি মনে হয়েছে ছবির নায়িকার চরিত্রের জন্য তৃপ্তির ইমেজ বড্ড বেশি সাহসী। তাঁদের প্রয়োজন ছিল স্নিগ্ধ সৌন্দর্য। তাই বেছে নেওয়া হয়েছে নবাবকন্যা সারা আলি খানকে। তৃপ্তি দিমরি আর অ্যানিমাল যেন একে অপরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয় গিয়েছে। এই ছবিতে ‘বোল্ড’ দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন তৃপ্তি। এরপরই ব্যাড নিউজে ভিকি কৌশলের সঙ্গে সিলভার স্ক্রিনে আগুন লাগিয়েছিলেন তৃপ্তি।
নির্মাতা সংস্থা সূত্রে খবর তৃপ্তি এই ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন। এমন একটি প্রেমের গল্পে অভিনয় করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। আশিকি ৩’র পরিচালনার দায়িত্বভার সামলাবেন অনুরাগ বসু। সঙ্গে থাকছে সঙ্গীত পরিচালক প্রীতম। ১৯৯০ সালে মুক্তি পায়’ আশিকি’ ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল।
সে সময় ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। নয়ের দশকের ‘আশিকি’ ছবির গান আজও সুপারহিট। সেই নস্ট্যালজিয়াকে সঙ্গে নিয়ে ২০১৩ সালে মুক্তি পায় ‘আশিকি ২’। ছবিতে জুটি বাঁধেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর। ‘আশিকি ২’-ও বক্স অফিসে ঝড় তোলে। এই ছবির গান সবার কাছে প্রশংসায় পায়। অরিজিৎ সিংয়ের গাওয়া ‘শুন রাহা হ্যায় না তু’ আজও অনুরাগীদের মুখে মুখে ফেরে।