বেহালার পর এবার নদিয়া, চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে পিষে দিল পিকআপ ভ্যান

0
13

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ অগাস্ট, পলাশিপাড়াঃ বেহালার পর আবারও নদিয়ার পলাশিপাড়া থানার কুলগাছিতে চতুর্থ শ্রেণির ছাত্রকে পিষে দিল পিকআপ ভ্যান। শনিবার সন্ধ্যায় পলাশিপাড়া থানার কুলগাছির বেতাই-পলাশি রাজ্য সড়কের ঘটনা। মৃতের নাম রবিউল শেখ (১২)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধেয় কুলগাছি প্রাথমিক বিদ্যালয়ের ওই স্কুলছাত্র রাজ্য সড়কে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। সেই সময়ে একটি পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে পলাশিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ শুরু হয়। গাড়িটিকে আটক করেছে পুলিশ। তবে গাড়ির চালক পলাতক। পরে পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্হা নেওয়ার আশ্বাস দিলে সন্ধের পরে অবরোধ উঠে যায়।

প্রসঙ্গত, শুক্রবার সৌরনীল সরকার নামে এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেহালার চৌরাস্তার কাছে একটি এলাকা। দেহ ফেলে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, বাইক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here