ব্যাঙ্ককে চলন্ত স্কুলবাসে ভয়াবহ আগুন, পুড়ে মৃত ২৫ পড়ুয়া

133

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অক্টোবর, ব্যাঙ্কক: স্কুলবাসে আগুন লেগে মৃত্যু হল অন্তত ২৫ জন পড়ুয়ার। মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে। স্থানীয় সূত্রে খবর, স্কুলবাসটি মধ্য উথাই থানি প্রদেশ থেকে আয়ুথায়ার দিকে যাচ্ছিল। তবে পথুম থানি প্রদেশ ক্রস করার পরই বাসটিতে আগুন লেগে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির টায়ার ফেটে গেছিল। তারপরই তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ডিভাইডারে ধাক্কা মারে। এর ফলে সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। সেই সময়ে বাসে ছিল ৩৮ জন পড়ুয়া এবং ৬ জন শিক্ষক। মোট ৪৪ জনের মধ্যে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাকিদের মধ্যে অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

দ্রুত সকলকে উদ্ধারের জন্য ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। সঙ্গে সঙ্গে  সেখানে পৌঁছয় দমকলবাহিনী। দমকল এসে আগুন নেভাতে সফল হলেও দীর্ঘক্ষণ বাসটি তপ্ত ছিল। ফলে ভিতরে ঢুকে কাউকে বের করা সম্ভব হয়নি। এই কারণেই অনেকের মৃত্যু হয়েছে বলে ধারণা।

আগুনে পুড়ে তো বটেই, প্রচণ্ড গরমে শ্বাসরোধ হয়েও পড়ুয়াদের অনেকে মারা গেছে বলে আশঙ্কা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা এই ঘটনায় শোকপ্রকাশ করে নিহত এবং আহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন। জানা গিয়েছে স্কুলপড়ুয়াদের নিয়ে একটি শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল বাসটি। ফেরার পথেই এই ঘটনা ঘটে। বাসে যে সব পড়ুয়া ছিল, তাদের বয়স তিন থেকে ১৫। ঘটনার তদন্ত চলছে।