খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, দার্জিলিং: স্কুল চলাকালীন ভেঙে পড়ল ছাদ। সোমবার দার্জিলিঙের মহারানী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ঘটনা। জানা গিয়েছে, এদিন বেলা ১টা নাগাদ হঠাৎ দার্জিলিংয়ের মহারানী উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাদ ভেঙে পড়ে। তবে সেইসময় ওই ক্লাস রুমে কোনও পড়ুয়া ছিল না।
ওই শ্রেণিকক্ষের ছাদ আগেই ক্ষতিগ্রস্ত হওয়ায় ও ছাদ ধসে পড়ার সম্ভাবনার কথা মাথায় রেখে গত শুক্রবার থেকেই স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অন্য শ্রেণিকক্ষে স্থানান্তরিত করেন। গত শুক্রবার থেকেই ওই শ্রেণিকক্ষটি তালাবদ্ধ রয়েছে। ১৯৩৭ সালে তৈরি এই স্কুলটি টাকার অভাবেই সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, দার্জিলিংয়ের মহারানি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল শতাব্দীপ্রাচীন। ১৯০৮ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। গোটা দার্জিলিং শহরের মধ্যে এটি একমাত্র সরকারি স্কুল যেখানে বাংলা ভাষা পড়ানো হয়।