খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাই, লখনউঃ স্কুলবাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে ঘটনাস্হলেই মৃত্যু হল ছ’জনের। মঙ্গলবার গাজিয়াবাদের ঘটনা। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি।
গাজিয়াবাদে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এদিন সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, স্কুলবাসটি অত্যন্ত দ্রুতগতিতে ভুল দিক দিয়ে আসছিল। সেই কারণেই বাসের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। গাড়িতেই ছিলেন আট জন। ছ’জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। দুজন গুরুতর জখম অবস্হায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষের ফলে গাড়িটি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে দরজা কেটে মৃতদেহগুলি বার করতে হয়েছে পুলিশকে। তবে স্কুলবাসে কোনও পড়ুয়া ছিল না। ফাঁকা বাসটিকে নিয়ে উল্টো দিক দিয়ে এগোচ্ছিলেন চালক। চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।