খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ অগাস্ট, কলকাতাঃ পঞ্চায়েতের বোর্ড গঠনে অশান্তি এড়াতে ভাঙড়ের কাশীপুরে ফের জারি করা হল ১৪৪ ধারা। ৮ অগাস্ট মঙ্গলবার থেকে ১৩ অগাস্ট রবিবার পর্যন্ত কাশীপুর থানা এলাকায় জারি থাকবে ১৪৪ ধারা। প্রশাসন সূত্রে খবর, বুধবার থেকে ভাঙড়–২ ব্লকের সব পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হবে।
আগামী ১২ আগস্ট পঞ্চায়েত সমিতিরও বোর্ড গঠন রয়েছে। সে কথা মাথায় রেখেই যাতে কোথাও কোনও অশান্তি না হয় সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে বলা হয়েছে। জানা গেছে, ভাঙড় ২ ব্লকের অধীনস্থ ভোগালি ১, ভোগালি ২, চালতাবেড়িয়া, ভগবানপুর, শানপুকুর, পোলেরহাট ১ ও পোলেরহাট ২ এই মোট সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আগামী ১৩ অগস্ট পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকে ফল প্রকাশের দিন পর্যন্ত একাধিকবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। সংঘর্ষে ছয় জন মারা গেছেন। গুলিবিদ্ধ হন পুলিশ আধিকারিকও। সেই ঘটনার পর নওশাদ সিদ্দিকি থেকে শুরু করে শওকত মোল্লা কাউকেই কাশীপুর থানা চত্বরে ঢুকতে দেননি পুলিশকর্মীরা। তবে ১৪৪ উঠে গেলে দুই বিধায়কই দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি একাধিক কর্মসূচি গ্রহণ করেছিলেন।
কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই আবারও কাশীপুর থানা এলাকা জুড়ে জারি হল ১৪৪। এর আগে পঞ্চায়েতের ভোট পর্ব মিটে যাওয়ার পর ভাঙড়ে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। ৩১ জুলাই তা প্রত্যাহার করা হয়। মঙ্গলবার থেকে ফের জারি হল ১৪৪ ধারা। তবে এবার শুধু কাশীপুর থানা এলাকায়।