চার মাস ধরে বেতন না পাওয়ায় এমএসভিপি দপ্তরের সামনে বিক্ষোভ কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা কর্মীদের

58

কোচবিহার, ৩০ সেপ্টেম্বরঃচার মাস ধরে বেতন না পাওয়ায় এমএসভিপি দপ্তরের সামনে বিক্ষোভ কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা কর্মীদের। এদিন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি সৌরদীপ রায়ের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় নিরাপত্তা কর্মীরা।

তাদের অভিযোগ, দীর্ঘ চার মাস ধরে বেতন না পাওয়ায় তারা সকলে একত্রিত হয়ে বিক্ষোভ দেখায়। কিন্তু আজ তাদের এই পরিষেবাকে সচল রেখে এই বিক্ষোভ। যদি তাদের মাসিক বেতনের কোন সুরাহা না হয় তাহলে আগামীতে তারা কর্মবিরতি রাখবেন বলে জানান নিরাপত্তা কর্মীরা।

এদিন এই বিষয়ে এমএসভিপি সৌরদীপ রায় জানান, আমি তিন সপ্তাহ আগে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দায়িত্ব নিয়েছি। নিরাপত্তা কর্মীদের বেতন নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল। আমার আগে যিনি দায়িত্বে ছিলেন তিনি কিছু কর্মীদের নিয়োগ করেছেন সরকারী নিয়ম বহির্ভূত করে। তার জেরে এখন আমাকে সমস্যায় পরতে হচ্ছে। আমি তাদের সমস্যার কথা চিন্তা করে অর্থ দপ্তরের কাছে আবেদন করেছি। কিছু দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে। আমি আমাদের প্রিন্সিপ্যাল স্যারকে বিষয়টা জানিয়েছি। আমাদের হাসপাতালে কাজ করবে বেতন পাবে না এটাও দুঃখজনক ব্যাপার। তাই আমি দ্রুত চেষ্টা করছে তারা যেন বেতন খুব শিগ্রই পেয়ে যায় বলে জানান তিনি।