বীরভূম, ২০ জানুয়ারিঃ পদ্মফুল ব্যবসায়ী গতকাল থেকে নিখোঁজ থাকার পর আজ পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। মৃতের নাম নাকধর মেটে (৫৫)। বাড়ি দুবরাজপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মেটে পাড়ায়। ওই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে।
জানা যায়, গতকাল থেকে সে নিখোঁজ ছিল। আজ দুপুরে দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাঁধা পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছান দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন ও দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে। ঘটনার কথা জানাজানি হতেই উৎসুক মানুষের ভিড় জমে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে পাঠায়। তারপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, নাকধর মেটে বিভিন্ন পুকুর থেকে পদ্মফুল তুলে বিক্রি করতেন।