শেয়ার বাজারে আচমকা ধস, নামল সেনসেক্স-নিফটিও

0
48

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ অগাস্ট, নয়াদিল্লিঃ একটানা উপরের দিকে ছোটার পর আচমকা ধস নামল শেয়ার বাজারে। বুধবার বেলা বারোটা পর্যন্ত আগের দিনের চেয়ে ৬৮৯ সূচক খুইয়েছে সেনসেক্স। যার ফলে ৬৬ হাজারের ঘর থেকে এক ধাক্কায় নেমে ৬৫ হাজারের ঘরে পৌঁছেছে। নিফটিও ব্যাপক পতনের মুখে পড়েছে। ১৯৯.৪৫ সূচক খুইয়ে ১৯ হাজার ৫৩৪ সূচকে দাঁড়িয়েছে। আর শেয়ারবাজারের আচমকা ধসে দিশেহারা বিনিয়োগকারীরা।

মঙ্গলবার দিনভর উত্থান-পতনের পরে বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৬৬ হাজার ৪৫৯ দশমিক ৩১ সূচকে। আর নিফটির পয়েন্ট ছিল ১৯,৭৩৩.৫৫। কিন্তু এদিন সকালে বাজার খুলতে না খুলতেই হুড়মুড়িয়ে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। এক সময়ে ৭০০ পয়েন্ট খোয়ায় সেনসেক্স।

প্রসঙ্গত, সোমবারও হিরো মোটেরকর্পের শেয়ার দরে ব্যাপক পতন হয়েছিল। কারণ হিরো সংস্থার কর্ণধার পবন মুঞ্জালের বাড়িতে ইডি হানার খবর ছড়িয়ে পড়ে। পাশাপাশি টাটা স্টিলের শেয়ারও মুখ থুবড়ে পড়েছে। ওই সংস্থার শেয়ার দরও আড়াই শতাংশের বেশি কমেছে।

এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) সব সেক্টরই ক্ষতির মুখে পড়েছে। বিএসইতে সবচেয়ে ক্ষতির মুখে মেটাল, ইউটিলিটি, পাওয়ার, টেলিকম। অন্যদিকে এনএসইতে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে সরকারি ব্যাঙ্ক, মেটাল, অটো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here