মুষলধারে বৃষ্টির পাশাপাশি পুকুর খননের জেরেই জলমগ্ন শীতলকুচির বোচারঘাট এলাকার বেশ কয়েকটি পরিবার

59

শীতলকুচি, ১২ জুলাইঃ কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন বেশ কয়েকটি পরিবার। ওই ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোচারঘাট এলাকার।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়েছে এলাকা। এই জলমগ্নতার মূল কারণ হিসেবে তারা দাবি করছেন বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর খনন করেছে স্থানীয় এক বাসিন্দা। তার এই পুকুর খননের জেরেই জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। তাদের কথায়, আগে জল নিকাশির ব্যবস্থা ছিল এই পুকুর খনন করে জল বেরোনোর বর্তমানে জায়গা নেই। তাই অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে প্রশাসনের দারস্ত হবেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

যদিও এই বিষয়ে যিনি পুকুর খনন করেছেন তিনি জানিয়েছেন, যেভাবে জল বের করা যায় বের করার ব্যবস্থা করা হোক প্রয়োজনে তিনিও সাহায্য করবেন বলে জানিয়েছেন।

এই বিষয়ে ছোট শালবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান অভিভাবক আলতাব মিয়া বলেন, এর আগে এই নিয়ে সালিশি সভা হয়েছিল। এলাকাবাসীরা অভিযোগ করছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।