দিনহাটায় পিঠা কান্ডের অভিযোগকারী মহিলার স্বামী সহ বেশ কয়েকজন বিজেপি ছেড়ে যোগদিল তৃণমূল কংগ্রেসে  

0
95

দিনহাটা, ২৩ আগস্টঃ রাত ১২টায় পিঠা বানাতে তৃনমূলের দলীয় কার্যালয়ে ডাকার অভিযোগ তোলেন এক বিজেপির মহিলা। সেই ঘটনার কিছুদিন পরে ওই অভিযোগকারিনী মহিলার স্বামী বাবলু বর্মন ও বুড়িরহাট ২নং গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা প্রভাত বর্মন, পরিমল দাস, ভোলানাথ বর্মণ, শ্যামল সরকার সহ আরও অনেকে বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। পাশাপাশি দিনহাটা পৌরসভার ১৬নং ওয়ার্ডের কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর আছির উদ্দিন মিয়া সহ অন্যান্য অনুরাগীরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।এদিন শুক্রবার দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর বাড়িতে এসে বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন তারা। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী উদয়ন গুহ। এদিন মন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা শহর ব্লক তৃণমূলের সভাপতি বিশু ধর সহ আরও অনেকে।

সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করা তথা পিঠা বানান অভিযোগকারী মহিলার স্বামী বাবলু বর্মণ জানান, আমরা বিজেপি করতাম। সেই সময় আমার স্ত্রীকে দিয়ে একটা অভিযোগ করিয়েছেন তারা। আমি এগুলো ভুলে গিয়েছি। আমার তৃণমূল কংগ্রেস ভালো লাগে তাই আমি বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলাম। পুরনো সব বিবাদ ভুলে গিয়ে আমি আজ তৃনমূলে যোগদান করলাম। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করতে চাই বলে জানান তিনি।

এদিন এবিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন উদয়ন গুহ জানান, কেউ যদি অন্যায় করে ভুল সংশোধন করে দলে আসতে চায় আমরা তো তাকে না করতে পারি না। তাই তিনি আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আমি যতটুকু জানি পিঠে খাওয়ানোর মতো আর্থিক অবস্থা তাদের নেই। ওই সময় জেলা বিজেপির নেতারা বাবলু বর্মণের স্ত্রীকে শিখিয়ে দিয়েছিল, তাই তিনি সেটা বলেছেন।আজ তার স্বামী ভুল বুঝতে পেয়ে নিজেকে সংশোধন করে নিয়ে আজ আমাদের দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

প্রসঙ্গত, বাবলু বর্মণের স্ত্রী দিনহাটার বুড়িরহাট অঞ্চলের বাসিন্দা। তিনি সেই সময় অভিযোগ করে বলেন, “আমাকে বিশু ধর, দিলীপ ভট্টাচার্যের গুন্ডাবাহিনী রাত বারোটা সময়ে পার্টি অফিসে ডাকে পিঠে বানানোর নাম করে। আমি রাজি হইনি। আমি বলি রাত বারোটায় কেউ যাবে পিঠে বানাতে। মেয়েদের কী সম্মান নেই ? আমার বাড়িতে এসে মাঝে মধ্যে অত্যাচার করত। আমি বলতাম, আমার কী সম্মান নেই ? আমাকে কি বাঁচতে দেবেন না ?” তিনি আরও বলেন, “বিকাল চারটের সময়ে ওরা আসেন বুথ সভাপতি। বলেন কালকে যেতে হবে। আমি না বলে দিই। আমার তো সম্মান বলে একটা জিনিস রয়েছে। আমি হাতজোড় করে বলি। আমাকে একটু বাঁচতে দিন, আমার সম্মান রয়েছে। আমি যাইনি বলে, রাত বারোটা লোক এসে আমার বাড়িতে ভাঙচুর করে। ওদের একটা খারাপ উদ্দেশ্য রয়েছে। কিন্তু আমি তো সেই ধরনের মহিলা নই।”

তারপরে কয়েকমাস কেটে যাওয়ার পর নিজেদের ভুল বুঝতে পেরেছেন তার স্বামী বাবলু বর্মণ। তাই তিনি তৃনমূলে যোগদান করার জন্য বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ করেন।এরপর বাবলু বর্মণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বাড়িতে গিয়ে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করেন তিনি। যোগদান করার পর যদিও তিনি নিজের ভুল সংশোধন করেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here