নৈহাটি আরবিসি কলেজে এসএফআই-র বিক্ষোভ ও ঘেরাও, কলেজে বহিরাগত প্রবেশের বিরুদ্ধে সরব ছাত্র সংগঠন

13

নৈহাটি, ২৪ জুলাইঃ “দুর্নীতিমুক্ত কলেজ চাই”এই দাবিকে সামনে রেখে ববৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল নৈহাটির বঙ্কিম চন্দ্র কলেজ চত্বর। কলেজে বহিরাগতদের প্রবেশ এবং একাধিক প্রশাসনিক অনিয়মের প্রতিবাদে এসএফআই-র উদ্যোগে আয়োজিত হল ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি।বিক্ষোভে নেতৃত্ব দেন এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। তার নেতৃত্বে কলেজের মূল ফটকে দাঁড়িয়ে স্লোগানে সরব হন ছাত্রছাত্রীরা। অভিযোগ, কলেজে ছাত্রছাত্রীদের স্বার্থ উপেক্ষা করে বহিরাগতদের মদতে চলেছে একাধিক অনিয়ম।

এসএফআই-এর অভিযোগ, বহিরাগতদের মাধ্যমে কলেজে অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে, কলেজে নিয়ম না মেনে বিভিন্ন কাজে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে, ছাত্রছাত্রীদের স্বার্থে প্রশাসন উদাসীন।

এদিন কলেজ চত্বরে পুলিশ পিকেট বসানো হয়। অনুমতি না থাকায় এসএফআই কর্মীদের কলেজের ভিতরে ঢুকতে বাধা দেয় পুলিশ। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, সেই কারণে কলেজ চত্বর ঘিরে কড়া নজরদারি চালানো হয়।

এসএফআই-এর রাজ্য নেতা দেবাঞ্জন দে বলেন,“আমরা চাই একটি দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক পরিবেশে ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক। অথচ এখানে বহিরাগতদের দৌরাত্ম্য চলছে। কলেজ কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা আমরা আর মেনে নেব না। প্রশাসন যদি পদক্ষেপ না করে, আমরা বৃহত্তর আন্দোলনে যাব।”

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া না দিলেও পরিস্থিতি শান্ত রাখতে সতর্ক পুলিশ প্রশাসন। তবে এসএফআই জানিয়ে দিয়েছে, দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।