ওয়েব ডেস্ক, ১৬ সেপ্টেম্বরঃ শহিদ পুলিশকর্মীর ১৪ বছরের নাবালিকা মেয়েকে এক বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল ঝাড়খণ্ডের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে। শুধু তাই নয়, কিশোরীর অশ্লীল ভিডিয়ো রেকর্ড করে তা দেখিয়ে ব্ল্যাকমেইলও করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় শনিবার অভিযুক্ত পুলিশ অফিসার রাজু সিং-কে বরখাস্ত করে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, ২০১০ সালে মাওবাদী হামলায় শহিদ হন কিশোরীর পুলিশ ইনস্পেক্টর বাবা। কিশোরীর মা বোকারোর পুলিশ সুপার পি মুরগামের কাছে সাহায্য চাওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ সুপার সঙ্গে সঙ্গেই মহুয়াতাদ থানায় কর্তব্যরত অভিযুক্ত এএসআই-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। পাশাপাশি বরখাস্ত করা হয় ওই পুলিশ আধিকারিককে।