খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ জুলাই, মুম্বই: লস অ্যাঞ্জেলসে শ্যুটিং চলাকালীন আহত হলেন বলিউড বাদশা শাহরুখ খান। জানা গিয়েছে নাকে চোট পেয়েছেন তিনি। শুরু হয় নাক দিয়ে রক্তপাত। সেটেই প্রাথমিক চিকিৎসার পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সঙ্গে সঙ্গে একটি ছোট অস্ত্রোপচার করা হয় তাঁর। সূত্রের খবর, সুস্থই আছেন অভিনেতা। অস্ত্রোপচারের পরই ছেড়ে দেওয়া হয় তাঁকে। তারপরই মুম্বইয়ে ফিরে আসেন শাহরুখ। শাহরুখের অসুস্হতার খবরে উদ্বেগে তাঁর অনুরাগীরা। যদিও এই দুর্ঘটনার বিষয়ে অভিনেতা বা তাঁর টিম কেউই আনুষ্ঠানিক কোনও বিবৃতি জারি করেননি।
প্রসঙ্গত, চলতি বছরে তাঁর আরও দুটো ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। অ্যাটলির পরিচালনায় সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ‘জওয়ান’। অন্যদিকে, বছর শেষে তাঁর ‘ডাঙ্কি’ মুক্তি পাওয়ার কথা। এই ছবির হাত ধরে প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করবেন তিনি।