অসহ্য পেট ব্যথা নিয়ে হাসপাতালে শাকিরা, বাতিল পপতারকার পেরুর কনসার্ট

22

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি, নয়াদিল্লি:  গুরুতর অসুস্থ পপ তারকা শাকিরা। পেটে অসহ্য ব্যথার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে গ্র্যামিজয়ী তারকাকে। চিকিৎসকের পরামর্শে তাই বাধ্য হয়ে পেরুর অনুষ্ঠান আপাতত বাতিল করতে হয়েছে তাঁকে। শেষমুহূর্তে অনুষ্ঠান বাতিলে মনখারাপ অগণিত অনুরাগীর। তবে শরীর ঠিক হলে অনুষ্ঠান করবেন বলেই জানিয়েছেন শাকিরা।

এক্স হ্যান্ডেলে নিজেই অসুস্থতার কথা জানান তিনি। শাকিরা লেখেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি গতরাতে পেটে ব্যথায় কাবু হয়ে পড়েছিলাম। আর বর্তমানে আমি হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন এই মুহূর্তে আমার অনুষ্ঠান করার মতো শারীরিক অবস্থা নয়। তাই বাধ্য হয়ে অনুষ্ঠান বাতিল করছি। সুস্থ হয়ে ওঠার পর অবশ্যই অনুষ্ঠান করব।” তিনি আরও জানান, “আমি সকলকে (অনুরাগী) ভালোবাসি। আমার পরিস্থিতি বোঝার জন্য ধন্যবাদ।”

উল্লেখ্য, গান লেখা, বেলি ড্যান্স, কোরিওগ্রাফি, রেকর্ড প্রোডিউস, মডেলিং দুনিয়া কাঁপানো শাকিরা। ২০১০ সালে ফিফা ওয়ার্ল্ড কাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ তাঁরই গাওয়া। প্রসঙ্গত, সম্প্রতি শাকিরা সেরা ল্যাটিন পপ অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন। তারপরই তিনি ১১ ফেব্রুয়ারি থেকে রিও ডি জেনেইরোতে তাঁর সফর শুরু করেন।

দক্ষিণ আমেরিকান সফরের পর্ব ৮ মার্চ পর্যন্ত চলবে এবং তারপর তিনি মেক্সিকোতে যাবেন। স্পেনের ফুটবলার পিকের সঙ্গে ঘরও বেঁধেছিলেন লাস্যময়ী শাকিরা। যদিও ১১ বছর পর সংসারে ভাঙন ধরে। চারবারের গ্র্যামি জয়ী শাকিরার আচমকা অসুস্থতায় উদ্বিগ্ন অনুরাগীরা। সকলেই তাঁর সুস্থতা কামনা করছেন।