খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাইঃ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন শমীক ভট্টাচার্য ৷ এদিন কলকাতার সায়েন্স সিটিতে বিজেপির তরফে আয়োজিত ‘রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ’নামে এক অনুষ্ঠানে বঙ্গ বিজেপির ব্যাটন তুলে দেবেন দলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সেখানে প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের দেখা মিললেও ছিলেন না দিলীপ ঘোষ। এনিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে।
এদিন সকালে দুর্গাপুরের চন্ডীদাস বাজারে প্রাতর্ভ্রমণে ও পরে চায়ের আসরে ডুগডুগি হাতে চেয়ারে বসে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘শমীক ভট্টাচার্য অভিজ্ঞ নেতা। আর আমাকে দল যা দায়িত্ব দেবে তাই পালন করব। এখন ব্যারাকে আছি। দল যখন বলবে যুদ্ধে নেমে পড়বো।’
তাঁর দাবি, ‘রাজ্য সভাপতি নির্বাচনের দৌড়ে আমি ছিলাম না। কোনওদিন কোন দৌড়ে দিলীপ ঘোষ থাকে না। সকাল থেকে দৌড়ে বেড়াই ঠিকই, কিন্তু পদ লাভের প্রতিযোগিতায় থাকিনা।’
এদিন সকালে দিলীপ যখন প্রাতর্ভ্রমণে বেরোন তখন বৃষ্টি শুরু হওয়ায় তিনবার দাঁড়াতে হয় তাঁকে। এই প্রসঙ্গে সাংবাদিকরা তাঁকে বলেন, প্রকৃতি আপনাকে বাধা দিচ্ছে। দলের কাছেও কি বাধা পাচ্ছেন? এর জবাবে দিলীপ বলেন, ‘কোনওকিছুই আমার কাছে বাধা নয়। আমি আমার মতো কাজ করি। দলের নীচুতলার কর্মীদের কাছে যাই। তাঁদের সঙ্গে যোগাযোগ রাখি।’