খবরিয়া নিউজ ডেস্ক, ২২শে জুন: মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন।ওয়ার্নের মৃত্যুর ১৪ মাস পর চাঞ্চল্যকর তথ্য তুলে আনলেন দুই চিকিৎসক। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক অসীম মলহোত্রা এবং অস্ট্রেলিয়ার হৃদরোগ বিশেষজ্ঞ ক্রিস নিল দাবি করেছেন, ওয়ার্নের মৃত্যুর জন্য দায়ী করোনা টিকা। তাঁদের দাবি, একটি নির্দিষ্ট কোম্পানির কোভিড ভ্যাকসিন নেওয়ার কারণে অসময়ে চলে যেতে হয়েছে অজি কিংবদন্তিকে। গতবছর নিজের দেশ থেকে বহুদূরে থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ছুটি কাটাতে গিয়ে মৃত্যু হয় ওয়ার্নের। রিসর্টে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। মৃত্যুর ৯ মাস আগে কোভিড ভ্যাকসিন নিয়েছিলেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান চিকিৎসক ক্রিস নীল এবং ভারতীয় বংশোদ্ভূত বিখ্যাত ব্রিটিশ কার্ডিওলজিস্ট অসীম মলহোত্রার রিপোর্টে বলা হয়েছে, ওয়ার্নের মৃত্যুর কারণ হতে পারে কোভিড ১৯ ভ্যাকসিন। ওয়ার্ন যে কোম্পানির ( mRNA) ভ্যাকসিন নিয়েছিলেন তা থেকে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে যাঁরা আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছেন। দুই চিকিৎসক জানিয়েছেন, ওয়ার্নের মেডিক্যাল রিপোর্ট দেখে আমাদের মনে হয়েছে, উনি বেহিসেবি জীবনযাপন করতেন। ওয়ার্ন ধূমপায়ী ছিলেন। তাই ওই টিকা নিতেই প্রতিক্রিয়া হয়ে গিয়েছে।