পশ্চিমবঙ্গের মতো মহারাষ্ট্রেও ধর্ষণ রোধে আইনের দাবি পাওয়ারের, তৃণমূল বলল ‘বাংলা পথ দেখায়’

0
38

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ সেপ্টেম্বর, মুম্বই: মতো কঠোর ধর্ষণ বিরোধী আইন আনা হোক মহারাষ্ট্রেও। বুধবার এমনটাই দাবি তুললেন এনসিপি সভাপতি শরদ পাওয়ার। রাজ্য বিধানসভায় মঙ্গলবার আনা হয়েছে ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪’। সর্বসম্মতিক্রমেই সেই বিল পাশ হয়েছে।

অপরাজিতা মহিলা ও শিশু (পশ্চিমবঙ্গ অপরাধ আইন সংশোধনী) বিলে মূলত তিনটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা মহিলাদের বিরুদ্ধে অপরাধ কমাতে জরুরি। তার মধ্যে রয়েছে ধর্ষকের ফাঁসির মতো কঠোর শাস্তি, দ্রুত তদন্ত এবং দ্রুত ন্যায়বিচারের ব্যবস্থা। এছাড়াও, ধর্ষণ-বিরোধী বিলটি রাজ্যের প্রতিটি জেলায় ‘অপরাজিতা টাস্ক ফোর্স’ গঠনেরও ব্যবস্থা করেছে।

এছাড়াও নির্যাতিতার শরীরে যদি একাধিক আঘাতের চিহ্ন থাকে, এমনকী অত্যাচারের ভয়াবহতায় নির্যাতিতা যদি কোমায় চলে যান বা অচৈতন্য হয়ে পড়েন, তবে সেক্ষেত্রে দোষ প্রামাণিত হলে মৃত্যুদণ্ড হবে অপরাধীর। ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার নিস্পত্তির কথাও বলা আছে বিলে।

শরদ পওয়ার মনে করছেন, এই বিল মহারাষ্ট্রেও আনা উচিত। তিনি বলছেন, “মহারাষ্ট্রেরও মতো বিলের কথা ভাবা উচিত। সামনেই নির্বাচন এখন হয়তো আর বিধানসভার অধিবেশন হবে না। তাই আমরা নির্বাচনী প্রচারে এই বিষয়টিতে আলোকপাত করব। আমাদের ইস্তেহারেও থাকবে এই আইনের কথা।” পওয়ারের ওই বক্তব্যকে হাতিয়ার করেছে তৃণমূঢ় শিবির।

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা লেখেন, ‘‘বাংলা পথ দেখায়।’’ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘মঙ্গলবার যে বিল পাশ হয়েছে তা ইতিহাস তৈরি করেছে। বিভিন্ন রাজ্যে এই বিলের মতো বিল আনার চিন্তুাভাবনা করা হচ্ছে। ইতিমধ্যেই শরদ পওয়ারের মতো নেতা মহারাষ্ট্রে এই রকম বিলের দাবি তুলেছেন।’’ তৃণমূল নেতা কুণাল ঘোষও বলেছেন, ‘‘নারী সুরক্ষায় যে নজির মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন তাকে সমর্থন করেছেন জাতীয় স্তরের নেতা শরদ পওয়ারও। এ থেকেই স্পষ্ট, বাংলা আজ যা ভাবে, গোটা দেশকে কাল তা ভাবতে হয়।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here