খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ আগস্ট, ঢাকা: প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে আগেই দেশত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এবার আরও বিপদে পড়লেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল বাংলাদেশ পুলিশ। গত ১৯ জুলাই ঢাকার মহম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানদার আবু সইদ নিহত হয়েছিলেন।
সেই ঘটনায় শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই নির্দেশ দেন। এদিনই মহম্মদপুর থানায় মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। হাসিনা ছাড়াও এই মামলায় আরও অভিযুক্ত করা হয়েছে আওয়ামি লিগের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, তথা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের প্রাক্তন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আরও চার প্রভাবশালী পুলিশ কর্তা।
তাঁরা হলেন, বাংলাদেশ পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক চৌধুরি আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের প্রাক্তন কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ।
আন্দোলনের সময় হাজার হাজার ছাত্র-জনতা মিছিল-সমাবেশ করে। মামলায় অভিযোগ জানানো হয়েছে, শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়েছে। বহু ছাত্র-জনতা নিহত ও আহত হয়েছেন। গত ১৯ জুলাই মহম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ হচ্ছিল।
সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদের মাথায় গুলি লাগে। তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। জানা গিয়েছে, এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। সচেতন নাগরিক হিসাবে একজন নিরীহের হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। দেশত্যাগের পর এই প্রথম হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হল।