দুর্নীতির অভিযোগ! ব্রিটেনের মন্ত্রিত্ব থেকে ইস্তফা হাসিনার বোনঝি টিউলিপের

65

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৫ জানুয়ারি, নয়াদিল্লি: দুর্নীতির অভিযোগে মঙ্গলবার ব্রিটেনের মন্ত্রিপদ ছাড়লেন শেখ হাসিনার বোনঝি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।  মঙ্গলবারই ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টার্মারকে নিজের ইস্তফাপত্র পাঠান টিউলিপ। যদিও সেখানে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করেছেন তিনি।

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের নির্বাচনে চার বার জয়ী লেবার পার্টির নেত্রী টিউলিপের বিরুদ্ধে সম্প্রতি নীতি-বহির্ভূত সুবিধা নেওয়ার অভিযোগ তোলা হয়েছিল। দাবি করা হয়, প্রবাসী বাংলাদেশি আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট নিয়েছেন হাসিনার ভাইঝি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে দাবি উত্তর লন্ডনে যে বাড়িতে টিউলিপ থাকেন সেটি ২০০৯ সালে তাঁর পরিবারকে দিয়েছিলেন বাংলাদেশের মোতালিফ। যিনি আবার হাসিনা সরকারের প্রতিনিধি। এছাড়াও মন্ত্রী পদে থাকা টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, হাসিনার দলের নেতারা ব্রিটেনে বিরাট সম্পত্তি উপহার হিসেবে দিয়েছেন হাসিনার বোনঝিকে। এহেন অভিযোগের জেরে প্রবল বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে। অবশেষে ইস্তফা দিলেন টিউলিপ।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ স্পষ্টভাবে খারিজ করে দিয়েছেন তিনি। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারকে দেওয়া ইস্তফাপত্রে টিউলিপ লিখেছেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, যে যতদিন আমি কাজ করেছি ততদিন স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি। তবে এটা অস্বীকার করার জায়গা নেই যে বর্তমান সময়ে ট্রেজারির ইকোনমিক সেক্রেটারি হিসেবে আমার কাজ চালিয়ে যাওয়া সরকারের কাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই আমি নিজের পদ থেকে ইস্তফা দিচ্ছি।’