‘মাত্র ২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে বেঁচেছি’, অডিও বার্তায় ষড়যন্ত্র ফাঁস হাসিনার

127

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৮ জানুয়ারি, নয়াদিল্লি:  ‘গণ অভ্যুত্থানে’ ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা দুজনকেই হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল বাংলাদেশে! মাত্র ২০ থেকে ২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তাঁরা। দিল্লিতে বসে এক অডিও বার্তায় হত্যার সেই ষড়যন্ত্র ফাঁস করলেন মুজিবকন্যা। তাঁর এই বার্তা শেয়ার করা হয়েছে আওয়ামি লিগের ফেসবুক পেজ থেকে।

অডিওটিতে মুজিবকন্যাকে বলতে শোনা যায়, “মাত্র ২০-২৫ মিনিটের ব্যবধানে আমি আর আমার বোন রেহানা মৃত্যুর মুখ থেকে ফিরে আসি। না হলে ওরা আমাদের হত্যা করত। এর আগে ২০০৪ সালের ২১ আগস্ট আমার উপর গ্রেনেড হামলা হয়। কিন্তু আল্লা আমাকে রক্ষা করেন। আমার হয়তো অনেক কিছু করার বাকি ছিল তাই আমি ফিরে আসি। এরপর কোটালিপাড়ায় বোমা বিস্ফোরণের ছক কষা হয়েছিল। সেখান থেকেও আমি বেঁচে ফিরি। তারপর আমাকে মেরে ফেলার বহু চক্রান্ত হয়েছে। কিন্তু আল্লার দয়ায় আজ আমি জীবিত। কিন্তু দেশে আমের বাড়ি-ঘর সব পুড়িয়ে দিয়েছে ওরা।”

ভিডিও বার্তায় হাসিনা কান্নায় ভেঙে পড়েছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আমি কষ্ট পাচ্ছি, আমি আমার দেশ, আমার বাড়ি ছাড়া। সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।” বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগের সরকারের পতন হয় গত বছরের অগস্টে। গত ৫ অগস্ট বোন রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। চলে আসেন ভারতে।

সাময়িক আশ্রয় নেন এ দেশে। এ দিকে আওয়ামী লীগের সরকারের পতনের পর সে দেশে হাসিনা-সহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই অবস্থায় হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার সম্পন্ন করতে চাইছে অন্তর্বর্তী সরকার। হাসিনাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লিতে কূটনৈতিক বার্তা (নোট ভার্বাল)-ও পাঠিয়েছে ঢাকা। কূটনৈতিক বার্তার প্রাপ্তিস্বীকার করলেও, হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও দিল্লির তরফে জানানো হয়নি।