প্রায় দশ বছর পর অনুষ্ঠিত হল শিবপুর কৃষি সমবায়ের ভোট

21

দক্ষিণ দিনাজপুর, ২২ জুন : বংশীহারী ব্লকের ৩ নং এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের ডিটল এলাকায় অবস্থিত শিবপুর কৃষি সমবায়ের ভোট অনুষ্ঠিত হয় রবিবার। প্রায় দশ বছর পর আবারো ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই সমবায় ছটি আসনের মধ্যে ছটি আসন দখল করে তৃণমূল এই সমবায় দখল করল। কি কারনে এই সমবায়ের ভোট বন্ধ ছিল সেই বিষয় নিয়ে সমস্ত দলের পক্ষ থেকে জানানো হয়। সরকারের পক্ষ থেকে ভোট প্রক্রিয়া বন্ধ রাখার কারণেই বিভিন্ন সমবায চালাতো বিভিন্ন প্রশাসক।

জানা যায়, দীর্ঘ দিন ধরে বন্ধ থাকার পর এই সরকারের উদ্যোগে আবারো নতুন করে সমবায় ভোট চালু হয়। বংশীহারী ব্লকের ডিটলে অবস্থিত এই সমবায় ভোট মোট ছটি আসন। সমস্ত দল অর্থাৎ সিপিএম বিজেপি এবং তৃণমূল প্রত্যেকেই ছটি করে প্রার্থী দেয়। সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই ভোট প্রক্রিয়া চলে। সকাল থেকে ডিটল এলাকায় বংশীহারী থানার পক্ষ থেকে এই সমবায় ভোটে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

পরবর্তীতে শিবপুর কৃষি সমবায়ের গণনা প্রক্রিয়া শুরু হয়। গত দশ বছর আগে এই সমবায় বামের দখলে ছিল। এই সমবায় ছটি আসনে তৃণমূল দখল করে।