খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৫ অগাস্ট, নদিয়াঃ একের পর এক কংগ্রেস সমর্থকদের বাড়ি ঘিরে এলোপাাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে নদিয়ার নাকাশিপাড়ার ঘটনায় মহিলা ও শিশু–সহ অন্তত ১৫ জন জখম হয়েছে বলে খবর। তৃণমূলের দিকে উঠেছে অভিযোগের আঙুল। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
জানা গিয়েছে, গতকাল রাতে নাকাশিপাড়ার গোবিপুর এলাকায় কংগ্রেস সমর্থকদের বাড়ি লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। অভিযোগ, অন্তত ১৫ জন কংগ্রেস সমর্থকের বাড়ি ঘিরে ফেলে গুলি চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের গুলির আঘাতে জখম হয়েছে তিন শিশু ছাড়াও অন্তত পাঁচ জন মহিলা। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
শক্তিনগর জেলা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, স্থানীয়রাই দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলেন। এরপরই পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের অভিযোগ, যাঁরা গুলি চালিয়েছেন, তাঁরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী।
এ প্রসঙ্গে নদিয়া জেলা কংগ্রেস সভাপতি অসীম সাহা বলেন, ‘‘পঞ্চায়েতে কংগ্রেসকে সমর্থন করার জন্য গ্রামের অর্ধেক বাড়িতে অবাধে গুলি চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।’’ অন্য দিকে, তৃণমূলের নদিয়া জেলার চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদের বক্তব্য, ‘‘গ্রাম্য বিবাদে কিছু সমস্যা হয়েছে। তবে এর সঙ্গে তৃণমূল কোনও ভাবেই যুক্ত নয়।”
কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় জানিয়েছেন, গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘাত হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।