খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ জুলাই, মালদা: ফের জনবহুল এলাকায় আগুন ঘিরে আতঙ্ক ছড়াল মালদার ইংরেজবাজারে। শুক্রবার দুপুরে ইংরেজবাজারের রবীন্দ্র এভিনিউ এলাকায় এক ইলেকট্রিক সামগ্রীর দোকানের উপরে আগুন লাগে। দোকানটির পাশে একাধিক বড় হোটেল রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। তবে আগুনের মাত্রা বেশি থাকায় ভেতরে প্রবেশে বেগ পেতে হয় দমকল কর্মীদের।
দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এই বিষয়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, খবর পাওয়া মাত্র তিনি ঘটনাস্থলে এসেছেন। নিচে ইলেকট্রিকের দোকান ছিল। তবে তার ওপরে বাড়ি বা দোকান নেই। সম্ভবত পুরনো কোন জিনিসপত্র মজুত ছিল সেখানে।