ইছাপুরে শ্যুটআউট, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল পরপর তিন রাউন্ড গুলি

0
9

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, ইছাপুরঃ সাতসকালে উত্তর ২৪ পরগনার ইছাপুরে ভরা বাজারে শুটআউট। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর চলল তিন রাউন্ড গুলি। নোয়াপাড়া থানা এলাকার ইছাপুর মায়াপল্লী এলাকায় ২১ নম্বর রেলগেটের সামনের ঘটনা। আহত তৃণমূল কর্মীর নাম রবিন দাস। দুষ্কৃতীদের খোঁজ করছে পুলিশ।

জানা গিয়েছে, মায়াপল্লীর বাসিন্দা রবিন এদিন সকাল দশটা নাগাদ বাজারে ফুল কিনতে গিয়েছিলেন। আচমকা ২১ নম্বর রেল গেটের সামনে তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে পরপর তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরপরেও আততায়ীরা এলোপাথাড়ি গুলি চালাচ্ছিল। আতঙ্কে ছুটোছুটি করছিলেন এলাকার লোকজন।

খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্হিতি সামাল দেয়। তড়িঘড়ি গুলিবিদ্ধ রবিনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাকপুরের একটি নার্সিংহোমে। পরবর্তীতে তাঁকে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা।

তবে আচমকা কেন এই গুলি চালানোর ঘটনা তা জানা যায়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের সঙ্গে রবিনের কোনও পুরনো শত্রুতা ছিল কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here