হাসপাতালের বেডেই চোট লেগে কাঁধের হাড় ভাঙল মদনের, শীঘ্রই অস্ত্রোপচার

38

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ ডিসেম্বর, কলকাতাঃ এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকার মধ্যেই নতুন বিপদে পড়লেন মদন মিত্র। হাসপাতালের বেডেই চোট লেগে কাঁধের হাড় ভাঙল কামারহাটির বিধায়কের। শ্বাসকষ্টের সঙ্গে নিউমোনিয়া নিয়ে তিনি সোমবার ভর্তি হন হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে।

সেখানেই বেডে শুয়ে বৃহস্পতিবার রাতে খিঁচুনি হতে শুরু করে। সেই সময়ে চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। কিন্তু প্রবল খিঁচুনি হতে থাকায় বেডের পাশে যে রেলিং থাকে তাতে বাঁ হাতটি ছিটকে গিয়ে লাগে। এই সময়েই কাঁধের একটি হাড় ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। শুক্রবারই এক্স রে হয়েছে। তাতে দেখা গিয়েছে অস্ত্রোপচার করা দরকার।

বিধায়কের শারীরিক পরিস্হিতির একটু উন্নতি হলেই সামনের সপ্তাহে অস্ত্রোপচার করা হবে বলে খবর। শুক্রবার সকাল থেকেই কার্ডিওলজি, নেফ্রোলজিস্ট-সহ মোট ১০ জন চিকিৎসকের একটি দল কামারহাটির বিধায়কের চিকিৎসার দায়িত্ব নেন। চিকিৎসকরা জানিয়েছেন, মদন মিত্রর সি টাইপ কিডনির সমস্যা ধরা পড়েছে। তবে বিধায়ক স্হিতিশীল রয়েছেন। আরও বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হবে তাঁর। সূত্রের খবর, মদনের কাঁধের চোট মারাত্মক।

গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে ভর্তি করে নেন। চিকিৎসকরা জানান বিধায়কের বুকে ঠান্ডা লেগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন।বৃহস্পতিবার রাতের দিকে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। জ্ঞান হারান তিনি। এরপরই সিসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে।