খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৩ জানুয়ারি, নয়াদিল্লি: আইপিএলে পঞ্জাব কিংসের অধিনায়ক করা হল শ্রেয়স আইয়ারকেই। সলমন খানের অনুষ্ঠান ‘বিগ বস’-এর মঞ্চ থেকে শ্রেয়সকে অধিনায়ক ঘোষণা করল প্রীতি জিন্টার দল। শ্রেয়সই প্রথম ভারতীয় যিনি আইপিএলে তিনটি দলকে নেতৃত্ব দেবেন। গত বছর শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলে জিতিয়েছিলেন শ্রেয়স।
এ বারের আইপিএলের নিলামে তাঁকে কিনে নেয় প্রীতির পঞ্জাব। এর আগে দিল্লি ও কলকাতার অধিনায়ক ছিলেন। এবার পাঞ্জাব কিংসের নেতৃত্ব পেলেন তিনি। অতীতে মাহেলা জয়বর্ধনে (পাঞ্জাব, কোচি, দিল্লি) ও স্টিভ স্মিথ (পুনে ওয়ারিয়ার্স, রাইজিং পুনে সুপার জায়ান্টস, রাজস্থান) তিনটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
দায়িত্ব পেয়ে শ্রেয়স বলছেন, “আমি গর্বিত যে দল আমার উপর ভরসা রেখেছে। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করব বলে মুখিয়ে আছি। আমাদের দল এবার খুব ভালো হয়েছে। অভিজ্ঞ ক্রিকেটার যেমন আছে, তেমনই সম্ভাবনাময় প্রতিভাও আছে। ম্যানেজমেন্ট আমার ভরসা রেখেছে, তার মূল্য দিয়ে পাঞ্জাবকে প্রথম ট্রফি দিতে পারব বলে আশাবাদী।” ২০১৫ সালে আইপিএলে অভিষেক হয় শ্রেয়সের।
দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। ২০২১ সাল পর্যন্ত সেই দলেই ছিলেন শ্রেয়স। নেতৃত্বও দিয়েছিলেন দিল্লিকে। ২০২২ সালে কলকাতায় যোগ দেন। সেখানেও তাঁকে অধিনায়ক করা হয়। গতবছর আইপিএলও জিতেছিল কেকেআর। নিলামের আগে যদিও শ্রেয়সকে ছেড়ে দেয় তারা। নিলামে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে শ্রেয়সকে কিনে নেয় পঞ্জাব। সেখানেও তাঁর হাতে নেতৃত্বের ভার তুলে দেওয়া হল। আইপিএলে ১১৬ ম্যাচে ৩১২৭ রান করেছেন শ্রেয়স। তাঁর গড় ৩২.২৩।