আশ্বিনে তুষারপাত সিকিমে, বরফে ঢাকল ছাঙ্গু

60

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ সেপ্টেম্বর, গ্যাংটক: পুজোর মুখেই মন ভালো করা খবর এল সিকিম থেকে। পর্যটকদের বহু আকাঙ্ক্ষিত তুষারপাত হল সিকিমে। এদিন উত্তর সিকিমের ছাঙ্গু ও চোপতা ভ্যালি সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে। দুপুর ২টা নাগাদ একটু একটু করে তুষারপাত শুরু হয়। কিছুক্ষণ চলার পর তা বন্ধ হয়।

যদিও আজ তুষারপাত হতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। সিকিম প্রশাসনের তরফে জানা গিয়েছে, এই সময় তুষারপাত হয়ে থাকে। রাজ্যের প্রশাসনও প্রস্তুত রয়েছে। সিকিম আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার  সিকিমের মঙ্গন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, ঘিয়ালসিং জেলায় 22 ডিগ্রি সেলসিয়াল, গ্যাংটকে 16 ডিগ্রি সেলসিয়াস, পাকিইয়ংয়ে 17 ডিগ্রি সেলসিয়াস, সোরেঙ জেলায় 17.4 ডিগ্রি সেলসিয়াস ৷

আর উত্তর সিকিমের নামচিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস । এই তাপমাত্রা দিনের শেষে আরও নামে । আর তাতেই এদিন বিকেলে তুষারপাত হয় ছাঙ্গুতে ।সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, “নামচি জেলায় তাপমাত্রা অনেকটাই নেমেছে । যে কারণে ছাঙ্গুতে তুষারপাত হয় । আগামী দু’দিনও সেখানে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে । পাশাপাশি গোটা পাহাড়ে আগামী 3 অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।”