সরকারি কর্মচারীদের এক বছর মাতৃত্বকালীন ছুটি দেবে এই রাজ্য

0
15

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুলাই, গ্যাংটক: মাতৃত্বকালীন ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত নিল সিকিম সরকার। বুধবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানান, এবার থেকে রাজ্য সরকারের মহিলা কর্মীরা ১২ মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন। পাশাপাশি পুরুষ কর্মীরা পাবেন এক মাসের পিতৃত্বকালীন ছুটি।

বুধবার সিকিম স্টেট সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের (এসএসসিএসওএ) বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী প্রেম সিং এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। সরকারি মহিলা কর্মীদের সুবিধা দেওয়ার জন্যই পরিষেবার নিয়মগুলিতে পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, সন্তান ও পরিবারের ভালোমত যত্ন ও পরিচর্যা করার জন্যই এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার।

প্রসঙ্গত, ১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা সংক্রান্ত আইন অনুযায়ী, মহিলা কর্মীরা ৬ মাস কিংবা ২৬ সপ্তাহের সবেতন ছুটি পেতেন। এবারে সেই ছুটির মেয়াদই বাড়ানো হল। মুখ্যমন্ত্রী বলেন, ‘অফিসাররা রাজ্য প্রশাসনের মেরুদণ্ড, রাজ্য এবং রাজ্যবাসীর উন্নয়নে তাঁদের ভূমিকা অপরিসীম। ফলে তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত।’ সিকিম রাজ্য প্রশাসন সূত্রে খবর, শীঘ্রই সরকারি কর্মচারীদের জন্য তৈরি বিধিতে এই সংক্রান্ত পরিবর্তন আসতে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here