শিলিগুড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ

0
24

শিলিগুড়ি, ১০ জুলাইঃ শিলিগুড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম পলাশ মন্ডল এবং সঞ্জীব সূত্রধর। ধৃত সঞ্জীব সূত্রধর সোনার দোকানের কর্মচারী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ জুলাই শিলিগুড়ির হাকিমপাড়ায় একটি বাড়িতে চুরি হয়।সোনার অলঙ্কার, নগদ ১৮ হাজার টাকা সহ বেশকিছু নথী চুরি করে চম্পট দেয় দুষ্কৃতিরা।ঘটনার পরের দিন শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্ত নেমে পুলিশ জানতে পারে, হুক দিয়ে টেনে তিনটি ব্যাগ চুরি করা হয়েছিল। সেই ব্যাগেই ছিল টাকা, সোনার অলঙ্কার ও নথীগুলি।

গোপন সূত্রে খবর পেয়ে, গত ৭ তারিখ ডাবগ্রাম এলাকা থেকে পলাশ মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয় চুরি করা ব্যাগ সহ ৩১০০ টাকা ও নথীগুলি। এরপর পলাশ মন্ডলকে আদালতে পেশ করে তিনদিনের রিমান্ডে নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বাকি প্রায় সাত গ্রাম সোনা এক সোনার দোকানের কর্মচারীকে বিক্রি করে দিয়েছে। এরপর গতকাল রাতে ক্ষুদিরামপল্লীতে সোনার দোকানে অভিযান চালিয়ে গলানো সাত গ্রাম সোনা সহ সঞ্জীব সূত্রধরকে গ্রেফতার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here