আকবর-সীতার বদলে সুরজ-তনয়া, বিতর্কে ইতি টেনে বদলাল বেঙ্গল সাফারির সিংহ যুগলের নাম

23

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অগাস্ট, কলকাতা: অবশেষে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের সিংহ ও সিংহীর নাম বদলে ফেলা হল। সিংহের নতুন নাম রাখা হয়েছে ‘সুরজ’ এবং সিংহীর নতুন নামকরণ করা হয়েছে ‘তনয়া’। দুই পশুর নাম বদলের কথা জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জয়দীপ চৌধুরী।

গত ১৩ ফেব্রুয়ারি ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজলা জ়ুলজিক্যাল পার্ক থেকে শিলিগুড়ি সাফারি পার্কে নিয়ে আসা হয়েছিল দুই সিংহ-সিংহীকে। তাদের নাম কেন আকবর ও সীতা আর কেনই বা তাদের একসঙ্গে রাখা হয়েছে, তা নিয়ে আপত্তি তুলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। তরফে দাবি করা হয়, পশুদের এরকম নামকরণ করে হিন্দু ধর্মে আঘাত করা হয়েছে। তাদের তরফে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে।

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলাটি ওঠে। আদালত এনিয়ে রাজ্য সরকারের কাছে তথ্য চেয়ে পাঠায়। তবে আদালতে হলফনামা দিয়ে রাজ্য সরকার জানিয়েছিল যে সিংহগুলির নাম ত্রিপুরায় রাখা হয়েছিল, এখানে আনার পর নামকরণ হয়নি। যদিও পরবর্তীকালে ত্রিপুরার তরফে এই দাবি খারিজ করা হয়।তবে বিতর্ক তৈরি হওয়ায় পশুদের নাম বদলে ফেলার জন্য রাজ্য সরকারকে মৌখিক নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

বিচারপতি বলেছিলেন, ‘‘কারা এই নাম রেখেছেন? এত বিতর্ক কারা তৈরি করছেন? কোনও পশুর নাম কি কোনও দেবতা, পৌরাণিক নায়ক, স্বাধীনতা সংগ্রামী অথবা নোবেলজয়ী ব্যক্তির নামে রাখা যায়? সিংহ-সিংহীর নাম ‘আকবর’ আর ‘সীতা’র নামে রেখে শুধু শুধু বিতর্ক ডেকে আনা হয়েছে। এই বিতর্ক এড়ানো যেত। শুধু ‘সীতা’ নয়, ‘আকবর’ নামটিও রাখা উচিত নয়। তিনি মুঘল সাম্রাজ্যের মহৎ সম্রাট ছিলেন। অত্যন্ত দক্ষ এবং ধর্মনিরপেক্ষ ছিলেন। রাজ্যের উচিত ছিল এই ধরনের নামের বিরোধিতা করা।”

জানা যায়, এরপরই আকবর নাম বদলে সুরজ এবং সীতা নাম বদলে তনয়া করার জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষকে (সিজেডএ) প্রস্তাব পাঠায়। অবশেষে দুই সিংহের নাম পরিবর্তন করা হল। এবার থেকে সুরজ ও তনয়া নামেই পরিচিত হবে সিংহজুটি।